রংপুর জেলার শ্রেষ্ঠ থানা কাউনিয়া
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের ৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কাউনিয়া। ২৫ সেপ্টেম্বর সোমবার মাসিক অপরাধবিষয়ক এক সভায় জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর হাত থেকে আগস্ট মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।এছাড়া আগস্ট মাসে মাদক উদ্ধারের অবদানে কাউনিয়া থানার এসআই ওসমান গনি শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ অর্জন কাউনিয়া থানার সব সদস্যদের কঠোর পরিশ্রম ও সঠিকভাবে কর্তব্য পালনের ফসল। টিম কাউনিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।ওসি মোন্তাছের বিল্লাহ আরও বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়। এতে করে থানা পুলিশের গতিশীলতা আরও বাড়বে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজের মাধ্যমে কাঙ্খিত সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।জানা গেছে, প্রত্যেক মাসে রংপুর জেলার অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ করে। এরই অংশ হিসাবে এ বছর আগস্ট মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কাউনিয়া থানা।