• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ সকাল ১০:০০:৩৭ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ সকাল ১০:০০:৩৭ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

হাইকোর্টের আদেশে দায়িত্ব ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান রাজু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহমেদ প্রায় এক মাস পর হাইকোর্টের আদেশে দায়িত্ব ফিরে পেয়েছেন। ১ জানুয়ারি বুধবার বিকেলে প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জেসমিন আরা যুতি তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে দিয়েছেন।আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার ব্যাপারে রংপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছিল।মাঠ পর্যায়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন জেলা প্রশাসক। যার ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ গত ২১ নভেম্বর রাজু আহমেদকে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে। পরে ২৫ নভেম্বর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে উপজেলা প্রশাসন।এরপর রাজু আহমেদ তাকে অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে স্থানীয় সরকার বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ আদেশের কার্যকারিতার তিন মাসের জন্য স্থাগিতদেশ প্রদান করে। হাইকোর্টের আদেশের বলেই ১ জানুয়ারি বুধবার বিকেলে প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে রাজু আহমেদ চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান