• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:২৫:৪৪ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:২৫:৪৪ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় যুব জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সিরাতুন্নবী (স.) উপলক্ষ্যে যুব বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার সাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামীর যুব জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (স.) উপলক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শহীদবাগ ইউনিয়নের সভাপতি অধ্যাপক মাওলানা মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও শহীদবাগ ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাড. মো. কাওছার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুস ছালাম সরকার।এ সময় উপস্থিত আরও ছিলেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা ছাত্র শিবিরের অর্থ বিষয়ক সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান