• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:১৯:৫৯ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় মাদকসহ ২ যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুরা) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে আটক দুইজনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।গ্রেফতাররা হলো, উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে নাঈম হাসান (২২) ও একই এলাকার সহিদুলের ছেলে আইনুল ইসলাম (২৩)।কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, ‘শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাত্রিকালীন টহল ডিউটি কালীন তার কাছে তথ্য আসে নিজপাড়া এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। পরে ওসির দিকনিদের্শনায় ভোর আনুমানিক ৫টার দিকে নিজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বসতবাড়ির রান্নাঘর থেকে নাঈম ও আইনুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান