• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:০১:৫৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:০১:৫৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

বগুড়ায় চাপ ছাড়াই অনর্গল পানি ঝড়ছে টিউবওয়েল থেকে

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নলকূপের পাইপ স্থাপনের পর থেকেই টিউবওয়েলে কোনো  চাপ প্রয়োগ ছাড়াই অনর্গল পানি ঝড়ছে। এমন দৃশ্য দেখতে রীতিমত ভিড় করছে সাধারণ মানুষ । কী কারণে এমন পানি উঠছে তা বুঝতে পারছেন না কেউ।বগুড়ার গাবতলী উপজেলার বুরুজ গ্রামের এই রহস্যময় কাণ্ড ঘটছে।জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার বুরুজ গ্রামের জবেদ আলী ফকির তার পরিবারের সুপেয় পানির চাহিদা মেটাতে গত ২৫ জুন মঙ্গলবার একটি টিউবওয়েল স্থাপন করেন।নলকূপের পাইপ স্থাপন করার পর থেকেই নলকূপ থেকে অর্নগল পড়তে থাকে পানি। এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখতে ভিড় করেন জবেদ আলীর বাড়িতে।বাড়ির মালিক জবেদ আলী ফকির জানান, পানির চাহিদা মেটাতে আমি নলকূপ স্থাপন করার সিদ্ধান্ত নেই। গত ২৫ জুন নলকূপ স্থাপন করার পর থেকেই পাইপ দিয়ে পানি ও গ্যাস বের হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা এ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম সুজন বলেন, খবর পেয়ে আমি এসে পানি ওঠা দেখতে পাই। কৌতূহলবশত দিয়াশলাই দিয়ে আগুন ধরানোর চেষ্টা করি। আগুন জ্বলেও পরবর্তীতে তা নিভিয়ে যায়।গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা বলেন, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পানি ওঠার বিষয়টি পরীক্ষা করে দেখতে হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান