রামু
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:০১:৩৯ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

কক্সবাজারে বাঁকখালী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৩ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার চাকমারকুল-দক্ষিণ মিঠাছড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঁকখালী নদী থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মেসকি পরা ছিলেন। তবে এ নারী স্থানীয় বাসিন্দা নয়। কেউ তার পরিচয় দিতে পারেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বলেন, নদীতে ভেসে আসা ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ তার ঠিকানা শনাক্তে কাজ করছে। তবে ভেসে ওঠা মরদেহটি কোথা থেকে এসেছে তাও বলা যাচ্ছে না। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান