• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৮ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৮ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

কক্সবাজারে বিজিবির অভিযানে ১ লাখ ১৪ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ১ লাখ ১৪ হাজার ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে রামু বিজিবি ব্যাটালিয়ন।২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার খুনিয়া পালং ইউনিয়ের গোয়ালিয়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ের পশ্চিম রংগী খালী এলাকার সাকের আহম্মেদ এর স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশার এর স্ত্রী আমিনা আক্তার (৩০) ও অপরজন একই এলাকার এবাদুল্লাহ'র স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামুর গোয়ালিয়া এলাকায় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামানো হয়। পরে তাদের পরিহিত বোরকার ভেতরে শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক তিন নারীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান