• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৫:৪৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০৫:৪৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

রামুতে ডাকাতের এলোপাথাড়ি গুলিতে বাবা-ছেলে নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে ২ জন নিহত হয়েছে। ২১ এপ্রিল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। তারা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টায় গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সাথে বসে কথা করছিলেন মোহাম্মদ সেলিম ও তার বাবা জাফর আলম। এ সময় আকস্মিক কালো মুখোশ পড়া একদল অস্ত্রধারী ডাকাত এসে তাদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং ধারালো দা-কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।রামু থানা অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তদন্তাধীন, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান