• ঢাকা
  • |
  • সোমবার ৫ই মাঘ ১৪৩২ ভোর ০৫:০৭:৪১ (19-Jan-2026)
  • - ৩৩° সে:

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।১৩ জানুয়ারি মঙ্গলবার পৌরসভার চরেরবন্দ, বৌলা ও তাতিকোনা গ্রামে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গত দুই-তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু এবং এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা ও জাউয়া বাজার বড়কাপন এলাকার দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণকালে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।তিনি আরও বলেন, প্রকৃত দুস্থদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো প্রকৃত অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।