• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৭:৩৪:১০ (26-Nov-2025)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‎জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা- ২০২৫ এর‎ দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের কৃতি শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।২৪ নভেম্বর ‎সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন প্রমুখ।কৃতি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বক্তব্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন কৃতি শিক্ষার্থী শারমিন জাহান মিতা (৪৪তম বিসিএস), আয়েশা আক্তার (৫ম শ্রেণি) এবং মাহজাবিন তালুকদার (৪র্থ শ্রেণি)।  পরিশেষে জেলা প্রশাসনের মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এর কৃতি শিক্ষার্থী ও কৃতি শিক্ষা প্রতিষ্ঠানকে শুভেচ্ছা উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।‎অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী সারিকা আনজুম আদিবা এবং গীতা পাঠ করে আর্যদেব দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।