শাল্লায় দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
শাল্লা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুব্রত দাস (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।৩০ মার্চ বুধবার দিবাগত রাত ৩ টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামের মৃত সুচৈতন্য দাসের ছেলে।এ ঘটনায় দুই সন্তানের জননীর স্বামী বাদী হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৪।মামলা এজাহার সূত্রে জানা যায়, ৩০ মার্চ বুধবার সকালে দুই সন্তানের এই জননী শাল্লা উপজেলার আনন্দপুর থেকে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কুতুবপুর গ্রামে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য ছায়ার হাওরের রাস্তা দিয়ে হেটে রওয়ানা করেন। এই দিন বৃষ্টি থাকায় হাওরে কোনো মানুষ ছিল না। তাই ছায়ার হাওরের চন্দ্রকোনা নামক জায়গায় যাওয়ার পর সুব্রত দাস ওই মহিলার পথ আগলে ধরে এবং কোলে থাকা ৬ মাসের বাচ্চার গলায় কাঁচি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে মহিলাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনা কাউকে না জানানোর জন্য মহিলাকে ভয়ভীতিও দেখানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।এ ঘটনায় ৩০ মার্চ বুধবার রাতে মহিলার স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর এই দিন রাতেই যুবককে গ্রেফতার করে পুলিশ।এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ছায়ার হাওরের মধ্যে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুব্রত দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।