• ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১০:৩৮:৫১ (24-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১০:৩৮:৫১ (24-Sep-2023)
  • - ৩৩° সে:

এলজিইডির সেই উপ-সহকারী প্রকৌশলী নুরুজ্জামানের বদলি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: অবশেষে বদলি হয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার এলজিইডির সেই উপ-সহকারী প্রকৌশলী নুরুজ্জামান।এর আগে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস চলাকালে উপজেলা বাহাড়া ইউপির সুখলাইন গ্রামে এক মহিলা শ্রমিকের বাড়িতে ওই মহিলার বিছানায় শুয়ে প্রকৌশলী মো. নুরুজ্জামানের নারকেল খাওয়ার ঘটনা প্রকাশ্যে এলে সমালোচিত হন তিনি।২০ সেপ্টেম্বর বুধবার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে শাল্লা থেকে বদলি করে ছাতক উপজেলা এলজিইডি অফিসে সংযুক্ত করা হয়।উল্লেখ্য ২০১৭ সালে শাল্লা উপজেলায় যোগদান করেন উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান। এখানে আসার পর থেকেই নানা অপকর্মে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে শাল্লা উপজেলায় কর্মরত থাকায় ওই দরিদ্র মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে চাওর রয়েছে এলাকায়।শুধু তাই নয়, নুরুজ্জামানের এই অনৈতিক ঘটনার সংবাদ প্রকাশ করায় ওই মহিলাকে বাদী করে শাল্লার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার একটি মিথ্যা মামলাও করান তিনি।  

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV