কুপিই ইন্জিনিয়ার্স'৯৮ ফোরামের ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় গতকাল ২০শে জানুয়ারি শুক্রবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রাক্তন সিপিআই'৯৮ প্রাক্তন ছাত্র সংগঠনের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন ঘোষনা করেন প্রকৌশলী মো. রাকিব উল্লাহ্ অধ্যক্ষ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এজিএস, জিএস, ভিপি, কুপই ছাত্র-ছাত্রী সংসদ এবং সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি, জনাব মোঃ জহিরুল ইসলাম (রিন্টু), বিশেষ অতিথি হিসেবে মো. রহমত উল্লাহ্ কবির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ(অতিরিক্ত), কুপই, সভাপতিত্ব করেন অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক মো. ফরহাদ মোশারফ,সাবেক এজিএস জাফরুল ইসলাম খোকন, সাবেক প্যানেল এজিএস আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক ওসমান গনি সুমন, সদস্য সচিব আরিফুর রহমান রিপন,আমজাদ হোসাইন, শাওন, অপু ,আজাদ মামুন, সজল,কবির, লিটন দত্ত, ইউসুফ, মেজবা, ইদ্রিস মজুঃ, হাবিবুল্লাহ, আনোয়ার (পিডাবলিওডি), শান্ত, বিল্লাল,শওকত সঞ্চালক ইউসুফ সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী এবং সিপিআই'৯৮ ইন্জিনিয়ার্স ফোরামের প্রকৌশলীগন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।