• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩২ রাত ০১:১২:০৩ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

বিএনপি মহাসচিবের সাথে কুমিল্লার সাবেক মেয়র সাক্কুর বৈঠক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কুকে ডেকে পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২৬ অক্টোবর রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানে মহাসচিবের বাসায় তাকে ডেকে পাঠানো হয়। সেখানে সাক্কুকে নিয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে মনিরুল হক সাক্কু কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক পরিবেশ মির্জা ফখরুলকে অবহিত করেন বলে জানা গেছে।রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মো. মনিরুল হক সাক্কু।মনিরুল হক সাক্কু এশিয়ান টিভি অনলাইনকে বলেন, আমি কুমিল্লার আদি লোক, আদি বিএনপি। এখন যারা সবুজ সংকেত পেয়েছেন বলে মাঠে হইচই করছেন তারা বিএনপিতে আমার জুনিয়র। আগামী নির্বাচনে সদর আসনের সঠিক চিত্র কী হতে পারে, তা আমি মহাসচিবকে অবহিত করেছি। এ ছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে উনার সঙ্গে আলাপ হয়েছে।তিনি আরও বলেন, ‘তরুণ বয়স থেকে বিএনপির রাজনীতি করছি, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির সাথেই থাকব।’উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে বিএনপি থেকে মনিরুল হক সাক্কু আজীবনের জন্য বহিষ্কার হন। এরপরও তিনি দল থেকে দূরে সরে না গিয়ে দলের সকল কর্মসূচি পালন করছেন। কুমিল্লার ভোটের রাজনীতিতে সাক্কু বড় ধরনের ফ্যাক্টর বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান