কুমিল্লায় ৭৬ কেজি গাঁজাসহ আটক ১
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে কোতোয়ালি মডেল থানার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকার গোমতী নদীর পাড়ে ইমনের কাঠবাগান থেকে গাঁজাসহ মাদক কারবারি সুমন সাহাকে (৩৯) আটক করা হয়।আটক সুমন সাহা জগন্নাথপুর ইউনিয়নের তেলিকোনা (সাহাপাড়া) এলাকায় মৃত শিবু সাহা ছেলে।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, মামলা নং-৯১।কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এসআই শেখ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।