লালপুরে প্রেমের ফাঁদে ফেলে চাঁদা আদায়, সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নারীদের ব্যবহার করে মানুষকে প্রলোভনের মাধ্যমে আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় গোপালপুর পৌরসভার গোপালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, একই চক্র রোববার সকাল ১০টার দিকে গোপালপুর এলাকার কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আটকে রাখে।ঘটনার খবর পেয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।অভিযানকালে চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) এবং তার সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদকে (৩৮) গ্রেফতার করা হয়। তারা দু’জনই গোপালপুর এলাকার বাসিন্দা। এসময় তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করে স্থানীয়রা জানান, গোপালপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই এই চক্রটি বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল।এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোর জেলার মধ্যে চাঁদাবাজ, প্রতারক ও হ্যাকার চক্রের তৎপরতা তুলনামূলকভাবে লালপুরেই বেশি। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে।