লালপুরে বিচারের দাবিতে সড়ক অবরোধ, থানায় ঢুকে বিক্ষোভ
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী সাধারণ মানুষ।৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ ১ ঘণ্টার তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।বিক্ষোভকারীরা জানান, রোববার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার দাবি জানিয়ে বুধবার সকাল ১১টা থেকে বিক্ষোভ করেছিল সম্পার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা গেটের সামনের সড়কে বসে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেন।সম্পার বাবা সোনারুল ইসলাম কালু জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ইতঃপূর্বে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনার দিন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।