লালপুরে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর নামে বাড়ি ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন মিল্টন নামের এক বিএনপি সমর্থক।মামলার বিষয়টি ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাদী মিল্টন।মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙাপাড়া চিলান গ্রামের মিল্টনের বাড়ি ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় কদিমচিলান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনসারুল ইসলাম, সাবেক এমপি বকুল সমর্থিত কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, কদিমচিলান ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ ২৪ জনের নামে লালপুর আমলী আদালতে মামলা দায়ের করেন মিল্টন।এ বিষয়ে মামলার বাদী মিল্টন জানান, সেই সময় আওয়ামী লীগের প্রভাবে মামলা করতে পারেননি৷স্বৈরাচার সরকারের পতনের পর এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তিনি।