টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুরে বিশাল শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি সূতী ভি.এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।গোপালপুর পৌরসভার মেয়র রফিকুল হক ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুঞাপুর পৌরসভার মেয়র ও ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, মনিরুজ্জামান মনির প্রমুখ।এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।