• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৫১:১৭ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৫১:১৭ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

পানিতে পড়ে মারা যাওয়া শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় মৃত হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) এর বাড়িতে গিয়ে তার পিতা মোস্তাকিনের হাতে ১০ হাজার টাকার একটি চেক এবং চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি তুলে দেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।এর আগে ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের একই পরিবারের দুই শিশু সন্তান পানিতে পড়ে মৃত্যু হয়। মৃত হাফসা খানম স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, সিপারসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, ক্ষতিগ্রস্ত পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোনো আবেদন করেনি। তবে প্রত্রিকার নিউজ দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে স্ব-উদ্যোগে শোকাহত পরিবারকে আমি এ সহযোগিতা দিয়েছি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান