ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী ব্লকেড কর্মসূচি
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়ক ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র ও শ্রীনগরের শিক্ষার্থীরা।১১ জানুয়ারি শনিবার বেলা ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার রাস্তা ব্লক করেন তারা প্রতিবাদ ও দাবি জানায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি, থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুলকে গ্রেফতার করতে হবে।পরে পুলিশ তাদের আশ্বস্ত করলে ৪৫ মিনিট পর দুপুর পৌনে ১টায় তারা রাস্তা ছেড়ে দেয়। যান চলাচল স্বাভাবিক হয়।উল্লেখ্য, মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেফতার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীনগর থানায় অর্ধশতাধিক নেতাকর্মীরা হট্টগোল করে ছিনিয়ে নেয় তাকে। এর প্রতিবাদে রাস্তা ব্লক করেছিল।