• ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১১:৪৩:১৬ (24-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১১:৪৩:১৬ (24-Sep-2023)
  • - ৩৩° সে:

বিএনপির সমাবেশেকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। ১২ জুলাই বুধবার দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা ও নিমতলা, শ্রীনগর উপজেলার দোহার বাইপাস ও ছনবাড়ি, লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা ও পুরাতন ফেরিঘাট পয়েন্টে পুলিশের অবস্থান।এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বলেন, ঢাকায় বিএনপির প্রোগ্রামের বিষয়ে আমাদের কোন কার্যক্রম নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্ব পালন করছি।উল্লেখ্য, রাজধানীতে সমাবেশের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘একদফা’ যুগপৎ আন্দোলনের ঘোষণা দিবে।  এই জনসভা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলন শুরুর কর্মসূচি ঘোষণা করবেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV