• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৩৩:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৩৩:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

কক্সবাজারে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত হওয়া ১৮ জন বন কর্মীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ফরেস্ট অফিসারও রয়েছেন।৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে টেকনাফের হ্নীলা গহিন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র‌্যাব, পুলিশ ও বনবিভাগ। উদ্ধারদের র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। রাতে তাদের পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, জাদিমুড়া থেকে অপহৃত ১৮ কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহৃতদের মধ্যে ১৭ জন বনবিভাগের শ্রমিক। তারা সবাই সুস্থ আছে বলেও জানান তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান