রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট। ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গণমাধ্যমে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, অগ্নিকাণ্ডের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা ও ভয়াবহতা বাড়লে যুক্ত হয় আরও ৭ টি ইউনিট।তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতোর কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।