• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:২২:২৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:২২:২৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে ডিবির হাতে ভুয়া তান্ত্রিকসহ গ্রেফতার ২

৪ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৫২:৩৩

সাভারে ডিবির হাতে ভুয়া তান্ত্রিকসহ গ্রেফতার ২

জাহিদুল ইসলাম অনিক, সাভার সংবাদদাতা: ‘এখানে প্রেমে ব্যর্থ, ব্যবসার উন্নতি, ব্যক্তিগতসহ সকল সমস্যার সমাধান করা হয়’ ঢাকাসহ বিভিন্ন শহরে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে এমন বিজ্ঞাপণ। নিচে দেওয়া থাকে একটি মোবাইল নম্বর। সেই সূত্র ধরে প্রভাত নামে এক ব্যক্তি যোগাযোগ করেন মুশকিল আসানকারী তান্ত্রিকের সাথে। তান্ত্রিক ‘গুরু মা’-এর ফাঁদে পরে মোটা অংকের টাকা খুইয়েছেন অনেক ব্যক্তি। ৪ এপ্রিল মঙ্গলবার এমন অভিযোগের ভিত্তিতে সেই তান্ত্রিককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, তান্ত্রিকের দেওয়া ঠিকানায় সাভারের পোড়াবাড়ির অমরপুরে যান প্রভাত নামের এক ব্যক্তি। সমস্যা থেকে মুক্তি দিতে তান্ত্রিক ‘গুরু মা’ প্রভাতের কাছ থেকে বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছেন প্রায় চার লাখ টাকা। অনেক সময় পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না পেয়ে  তান্ত্রিক ‘গুরু মা’র কাছে জানতে চাইলে উল্টো হুমকি ধামকি দেন। পরে তার সমস্যা সমাধানে দু’টি মহিষ কেনার জন্য আরও সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ভণ্ড তান্ত্রিক ‘গুরু মা’ ও সহযোগী হিসেবে তার মেয়েকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে গ্রেফতার মা-মেয়েকে সাভার থেকে ঢাকা আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাতে সাভারের পোড়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আসমানী বেগম ওরফে শীতা রানী (৭০)। তিনি সাভারের পোড়াবাড়ি এলাকার মো. তোরাব আলীর স্ত্রী। আসমানী বেগমের মেয়ে শিউলি বেগম (৪০)।

ডিবি পুলিশ এশিয়ান টিভি অনলাইনকে জানায়, আসামিরা বেঁদে সম্প্রদায়ের। বিজ্ঞাপণ দেখে কেউ ফোন দিলে তারা প্রতারণার ফাঁদ পেতে মানুষকে ডেকে নিয়ে আসেন। তারপর নানা উপকরণ দিয়ে ধোঁয়া ও তন্ত্র-মন্ত্র পড়ে মানুষকে বোকা বানিয়ে ফেলেন। সুযোগ বুঝে ভুক্তভোগীর কাছ থেকে টাকা বা মূল্যবান জিনিসপত্র দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেন। পরে টাকা হাতিয়ে নেন।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এখানে এই ধরনের আরও বেশ কয়েকটি চক্র সক্রিয় আছে। তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। তারা সব স্বীকার করে নিয়েছে যে তারা কন তন্ত্র-মন্ত্র জানে না। সব ভুয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ