• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ রাত ০৯:১৩:০৮ (30-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

মাকে ৫ টুকরো করে হত্যার দায়ে ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে ৫ টুকরা করে হত্যার দায়ে ছেলে হুমায়ুন কবির হুমুসহ (২৭) সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই আদেশ দেন।হুমু ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। যে মা সন্তানকে জন্ম দিলেন, সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে। এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা এ রায়ে সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV