• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৬:০০ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৬:০০ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

বদরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামি ছইদার রহমান ওরফে সহিদারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুলাই রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, ১৩ জুলাই শনিবার রাতে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের কচুবাড়ি হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।রোববার বিকেলে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসপি শাহজাহান জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ছোট হাজিপুর তেলিপাড়ার নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে সহিদার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে (৩০) শ্বাসরোধ করে হত্যা করে।পরবর্তীতে বাড়ির লোকজন নিলুফাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ সময় ডাক্তার পরীক্ষা করে জানান নিলুফা অনেক আগেই মারা গেছেন।বিষয়টি ধামাচাপা দিতে স্বামী ছইদার ও তার পরিবারের লোকজন প্রচার করে নিলুফা গলায় ফাঁস আত্মহত্যা করেছেন। তাদের দুটি সন্তানের কথা ভেবে ওই সময় নিহতের পরিবারে পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বদরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করেন।পুলিশ সুপার আরো জানান, পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে আসলে নিহতের বাবা একই ইউনিয়নের ডাকেরহাট গ্রামের আব্দুল মমিন বাদী হয়ে স্বামী সহিদার ও তার বাব আব্দুল হাইসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান