ভাণ্ডারিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের দায়িত্বভার বুঝিয়ে না দেয়ার অভিযোগ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক খানের বিরুদ্ধে স্কুলের দায়িত্বভার বুঝিয়ে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক খান গত ১৭ নভেম্বর অবসর গ্রহণ করেন। তবে স্কুলের দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে তিনি নিয়মিত স্কুলে আসা-যাওয়া করেন। প্রধান শিক্ষকের চেয়ারে বসেন। দাপ্তরিক সকল কর্মকাণ্ড তিনি দেখাশোনা করেন, যা আইন বহির্ভূত। বর্তমানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্বভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তার কর্মব্যস্ততার সুযোগ নিচ্ছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক খান।বিদ্যালয়ের সাবেক অভিভাবক কমিটির সভাপতি, সদস্য, অভিভাবক ও ছাত্রছাত্রীরা সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক খানের অনিয়মের সত্যতা স্বীকার করেছেন। অবশ্য সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক খান স্কুলে বসেই এ বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন, বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক খানের অনিয়মের বিষয়টি আমার জানা ছিল না। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।