• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ০১:০২:৫৬ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

নওগাঁয় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২১৩০ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ২ মার্চ বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।আটকরা হলেন- উপজেলার বড় শিবপুর দেউলাপাড়া গ্রামের শ্যামল দাস বাবুর স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও জেলার দোগাছী গ্রামের প্রফুল্ল চন্দ্র বর্মণের ছেলে সুপল চন্দ্র বর্মণ (৪০), দিলীপ চন্দ্র দাসের ছেলে পরিমল চন্দ্র দাস (৪১) ও তার স্ত্রী দিপ্তী (৩০)।প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি-৩ জয়পুরহাট-৫ র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরবর্তী তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল কাজী বলেন, গ্রেফতারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV