• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৯:২১ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:০৯:২১ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

নওগাঁয় কৃষকের জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি: শত্রুতা করে নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এক চাষির ২২ শতক জমির আমন ধান প্রকাশ্য দিবালকে পাওয়ারটিলার দিয়ে চাষ করে সম্পূর্ণ নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে লিজ নেয়া টাকাসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান ভুক্তভোগী বর্গা চাষি ছাকোয়াত হোসেন।আজ ৪ সেপ্টেম্ব বুধবার ওই চাষির বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি আহাজারি করছেন। গত শনিবার দুপুরে জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান, ওই গ্রামের বর্গা চাষি মো. ছাকোয়াত হোসেন (৪৫) জমিটির মালিক জয়পুরহাট সদর উপজেলার পাহুনন্দা গ্রামের মোজাম্মেল হকের নিকট থেকে ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে বন্ধকী জমি নিয়ে আমনধান চাষ করেছেন। মোজাম্মেল হকের সাথে ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মো. হাসিনুর ইসলাম (৫৫) ও মো. শাহিনুর রহমান (৪৫) সাথে জমি বিরোধ চলে আসছিল।এ বিষয়ে জমির মালিক মোজাম্মেল হক ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে উপজেলার জাহানপুর গ্রামের মো. হাসিনুর ইসলাম, মো. শাহিনুর রহমান এবং হাসিনুরের জামাতা মো. রাব্বিসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করা হয়েছে।বর্গা চাষি মো. ছাকোয়াত হোসেন জানান, ‘গত শনিবার দুপুরে হাসিনুর, শাহিনুর এবং হাসিনুরের জামাই সেনা কর্মকর্তা মো. রাব্বি হোসেন অজ্ঞাতনামা পাওয়ারট্রিলার চালকসহ আমার আমন ধানের জমিতে চাষ দিয়ে সম্পূর্ণ ধান বিনষ্ট করে দিয়েছে। এ সময় বাধা দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। প্রাণভয়ে জমি থেকে নিরাপদ দূরত্বে এসে ঘটনার বিষয়টি জমির মালিক মোজাম্মেলকে মোবাইল ফোনে জানিয়েছি।’তিনি বলেন, ‘আমি গরীব মানুষ ধারদেনা করে মোজাম্মেল হকের নিকট কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে বন্ধকী জমি নিয়ে আমনধান চাষ করেছি। এর বাইরে আরও ২০ হাজার টাকা খরচ হয়েছে। আমি এখন ঋণের এই টাকা কীভাবে পরিশোধ করবো।’জমির মালিক মোজাম্মেল হক বলেন, ছাকোয়াতের ফোন পেয়ে আমি তাৎক্ষনিক জমিতে এসে তাদেরকে হালচাষ করতে দেখি। এসময় গ্রামের শতশত লোক তাদের এই জঘন্য কাজ দেখছিল এবং অনেকে বাধাও দিয়েছেন। কিন্তু তারা তা শোনেননি। বাধ্য হয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।অভিযোগের বিষয়ে মো. শাহিনুর রহমান বলেন, ‘জমি আমরা পাবো না। তবে আমরা মোজাম্মেল হকের কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা পাবো যেটা তিনি দিচ্ছেন না। ওই টাকা না দেয়ার জন্য আমরা তার জমির ধান নষ্ট করে দিয়েছি। টাকা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’এ বিষয়ে ধামইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগও তিনি পেয়েছেন। তবে তিনি বাদীকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান