• ঢাকা
  • |
  • সোমবার ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ সকাল ১০:০৯:৪২ (05-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

জেলার খবর

এসএসসি পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেয়ায় হামলা, আহত ৪

১৯শে মে ২০২৩ বিকাল ০৪:২৪:৫৯

এসএসসি পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেয়ায় হামলা, আহত ৪

সুমন আহমেদ, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেয়ায় অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে মারধর করেছে তার সহপাঠীরা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর পরীক্ষা কেন্দ্রে।

আহতরা হলেন- অলিপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অলিপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে ইসমাইল হোসেন, মৃত আব্দুল্লা আখন্দের ছেলে শফিক আখন্দ, সোনাইর কান্দি গ্রামের মোকশেদ আলী দেওয়ানের ছেলে মো. রায়হান,  মৃত আব্দুল্লাহর ছেলে শফিক ও নিশ্চিন্তপুর গ্রামের জিশান আহামদ শিকদারের ছেলে মিশন শিকদার।

এ বিষয়ে আহত মিশন আহমদ শিকদারে মামা সোহেল রানা বাদী হয়ে শুক্রবার মতলব উত্তর থানা একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মে বৃহস্পতিবার নিশ্চিন্তপুর পরীক্ষা কেন্দ্রে বায়োলজি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন সময়ে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তালতলী গ্রামের হান্নান খাঁনের ছেলে মিরাজ খান ইমাইল হোসেনের খাতা দেখে লিখতে চেয়েছিল। কিন্তু খাতা দেখে লিখতে না দেখায় মিরাজ ক্ষিপ্ত হয়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজ খান, তালতলী গ্রামের ইয়াছিন দর্জির ছেলে একান্ত, ছোট ঝিনাইয়া গ্রামের আমানত ইসলামসহ আরও ৫/৬ জন মিলে ইসমাইলের উপর অর্তকিত হামলা করে। এসময় ইসমাইলের সহপাঠী মিশন শিকদার, রায়হান ও শফিক আখন্দ এগিয়ে আসলে তারা তাদেরকেও মারধর করে।

এতে ৪ জন আহত হয়েছে। আহতরা মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, আমার খাতা দেখে দেখে লিখতে চেয়েছিল মিরাজ খাঁন। কিন্তু আমি খাতা দেখে লিখতে না দেওয়ায় তারা আমার উপর হামলা করে। আমার সহপাঠীরা আমাকে বাঁচাতে এলে তাদেরও মারধর করে।

এবিষয়ে অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির বলেন, বাচ্চারা লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে- এটাই আমাদের প্রত্যাশা।  এধরনের অপ্রীতিকর ঘটনা কখনই তাদের কাছ থেকে কাম্য নয়। এর একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত।

বিদ্যালয়ের সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ বলেন, শিক্ষার্থীদের এ ধরনের আচরণ মোটেও ভালো লক্ষণ নয়। এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। তাছাড়া ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। তারা কেউ দায়িত্ব নিতে চায় না। তাদের সাথে পরামর্শ করেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লা বলেন, আমি বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার ৫
৪ঠা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬:০৮


শশুর বাড়ী থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার
৪ঠা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:৩৫





যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:১৫:২৯



কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হারিকেন
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৪:১৭:৫৯

নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৩:২৫:৩৬








পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা
৪ঠা জুন ২০২৩ দুপুর ০১:০৯:২৪





শারীরিকভাবে আমার স্বামী অক্ষম: সানাই
৪ঠা জুন ২০২৩ সকাল ১১:৪৯:০৫



ASIAN TV