• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৭:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৭:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৫৫:৪১

মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ৬নং কলাকান্দা ইউনিয়নের মিলারচর চৌরাস্তায় একটি কনফেকশনারি দোকান দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দুর্বৃত্তদের আগুনে পুড়ে দোকান ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় দোকান ঘর ছিল তার এক কোনায় পড়ে আছে আধা পোড়া কিছু টিন আর সিমেন্টের তৈরি পালা। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঁচ, দশ ও এক শ টাকার কয়েকটি ঝলসানো নোট। পোড়া ঘরের মধ্যে নির্বাক দাঁড়িয়ে আছেন ক্ষুদ্র ব্যাবসায়ী মো. রাজিব ছৈয়াল। গভীর রাতের দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে তার সর্বস্ব। আত্মীয় স্বজন আর এনজিও থেকে ঋণ নিয়ে শুরু করেছিলেন এই ব্যাবসা প্রতিষ্ঠান। সব হারিয়ে এখন নিঃস্ব তিনি।

বলছিলাম গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে মতলব উত্তরে পুরে যাওয়া দোকান মালিক মো. ইদ্রিস আলী ছৈয়ালের ছেলে রাজিব ছৈয়ালের কথা। তার সাথে কথা হলে তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকান খোলার জন্য বাসা থেকে রওনা করে কলাকান্দা ইউনিয়নের মিলারচর চৌরাস্তা মোড়ে গিয়ে দেখি আমার দোকান পুড়ে শেষ হয়ে গেছে। কোনো জিনিস ব্যবহার করার মতো অবস্থায় নেই। আগুনে পুড়ে গেছে পুরো দোকান ঘর। ফ্রিজ, টিভি, বৈদ্যুতিক পাখা, বাকি খাতাসহ মুদি মালামাল মিলিয়ে এখানে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটি বস্তুও আগুন থেকে রক্ষা পায়নি।

তিনি আরও বলেন, বয়সের কারণে যখন ভারিকাজ করতে পারছিনা তখনই সিদ্ধান্ত নেই দোকান দেওয়ার জন্য। স্ত্রী আর ২ সন্তানদের নিয়ে কোনো রকম দিন যাপন করে আসছিলাম। দোকান ঘর আর মালামাল কিনতে সময় লেগেছে কয়েক মাস। আত্মীয়দের থেকে ধার আর এনজিও থেকে ঋণ নিয়েই গড়ে উঠেছিল এ স্বপ্নের দোকানঘর। দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার দোকান, আমার আর কিছুই রইলো না। এ সময় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

খবর পেয়ে কালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবাহান সরকার সুভা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও নিন্দা জানান, এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিক রাজিব ছৈয়ালকে সহযোগিতার আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ