• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৮:০৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৮:০৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে জাটকা ইলিশসহ স্প্রীডবোট আটক: গ্রেফতার ১

৯ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:০৯:২৫

মতলব উত্তরে জাটকা ইলিশসহ স্প্রীডবোট আটক: গ্রেফতার ১

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদীতে ৬৫০ কেজি জাটকা ইলিশসহ ১টি স্প্রীডবোট আটক করা হয়েছে। এসময় ১ জেলেকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

৯ এপ্রিল রোববার  ভোরে মোহনপুর নৌ পুলিশ-ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 
গ্রেফতার ব্যক্তি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলমখারকান্দি গ্রামের মো. নাইমুদ্দিন খানের ছেলে মো. ফরাহাদ খান (২৫)।

মোহনপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশের একটি দল মেঘনার তীর সংলগ্ন চরউমেদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৫০ কেজি জাটকা ইলিশসহ ১টি স্প্রীডবোট এবং ১ জেলেকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ