• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৯:৫৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৯:৫৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আগামী তিন বছরে শিক্ষাব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে: শিক্ষামন্ত্রী

১৪ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭:৪৫

আগামী তিন বছরে শিক্ষাব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: আগামী তিন বছরে শিক্ষাব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষাব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শেখা, দৃষ্টিভঙ্গিতে ও দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে; তা এখনই দৃশ্যমান। তবে সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে, সেটি হয়তো পরবর্তী চার বছরের মধ্যে দৃশ্যমান হবে।

১৪ জুলাই শুক্রবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ইতোমধ্যে দেশে একাধিক নির্বাচনে প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি বলেন, আপনারা দেখেছেন সিটি নির্বাচনসহ গত নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। যা বিশ্বে প্রমাণিত। কাজেই এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। যথা সময়ে, যথা নিয়মে, আইনকানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা সেখানে সব রাজনৈতিক দল অংশ নেবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা বনবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমূখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০