• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১১:৫৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১১:৫৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

৫ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫৮:৩৩

শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন করেছেন রহিমা আক্তার রুমা নামের এক নারী। ৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় শাহরাস্তি প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ অভিযোগ জানানো হয়েছে।

রহিমা আক্তার রুমা জেলার শাহরাস্তি উপজেলার দক্ষিণ দেবকরা মিয়াজী বাড়ির গোলাম রহমানের কন্যা এবং একই উপজেলার নিজমেহার নর বাড়ির মৃত আবুল খায়ের ভুলুর পুত্র মো. হাবিবুর রহমানের বিবাহিত স্ত্রী।

সংবাদ সম্মেলনে রুমা জানান, এক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক ৫ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে হাবিবুর রহমানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকে ভুক্তভোগীর স্বামী তাকে স্ত্রীর হক ও ভরন পোষণ থেকে বঞ্চিত করেন। এক পর্যায়ে তিনি স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন।

এরপর স্ত্রী রুমা নিরুপায় হয়ে ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩টায় স্বামী হাবিবের বাড়িতে যান। ওই সময় হাবীবের অনুপস্থিতিতে তার ভাগনী সিনথিয়া তাদের পরিবারের সবাইকে মুঠোফোনে বিষয়টি অবহিত করে এবং সেখানে আসতে বলে। সন্ধ্যায় হাবীবের বড় বোন সুমি, ভগ্নিপতি আনোয়ার হোসেন ও ছোট বোন শিউলী ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে সুমি, শিউলী ও আনোয়ার তাকে বেদম প্রহার করে। ওই সময় হাবিবের ভগ্নিপতি আনোয়ার হোসেন রুমার মাথার চুল ধরে টেনে হিঁচড়ে নিজ স্বামীর বসত ঘর থেকে বের করে দেয় এবং তাকে প্রাণে হত্যা করার হুমকি দেয়।

এ ঘটনায় রুমা নিরুপায় হয়ে নিজেকে রক্ষা করার জন্য ওই রাতেই নিজ বাড়িতে চলে যান। তিনি তার বক্তব্যে আরও জানান, স্বামী হাবিব তার কাছে গচ্ছিত টাকা পয়সা সব শেষ করে তাকে পথে ছেড়ে দিয়েছে। আমি  সাংবাদিকদের মাধ্যমে স্বামীর স্বীকৃতি পেতে আইনি সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯