• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:৪৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:৪৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ গণধর্ষণের শিকার, ২ ধর্ষক গ্রেফতার

১ মে ২০২৫ বিকাল ০৩:০৫:৪৮

চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ গণধর্ষণের শিকার, ২ ধর্ষক গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে পালিয়ে আসা ছেলেকে খুঁজতে গিয়ে মা গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় দুই জন ধর্ষককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

বুধবার রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামসহ কচুয়া থানার চৌকষ একটি টিম উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন (৩১) ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে মহসীন (২৮) ।

কচুয়া থানায় মামলার অভিযোগ সূত্রে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, গত ১৭ এপ্রিল সন্ধ্যা রাতে উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির আরিফের পশ্চিম ভিটির পরিত্যক্ত বসত ঘরের ভিতরে ভিকটিমের মাদ্রাসার থেকে পালিয়ে আসা নিখোঁজ ছেলে লুকিয়ে রয়েছেন বলে ধর্ষক মহসীন জানায়। মা ছেলেকে খুঁজতে ঘরে প্রবেশ করলে ধর্ষক মহসীন পূর্ব পরিকল্পিতভাবে পিছন দিক হইতে ভিকটিমকে ঝাপটে ধরিয়া অপর ধর্ষক সুমনসহ ঘটনাস্থল ঘরের ভিতর থাকা খাটের উপর শোয়াইয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় কচুয়া থানায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আদালতে গ্রেফতারদের প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সোমবার দেশে ফিরতে পারেন বেগম জিয়া
১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৪৭