• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৫:৫৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৫:৫৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে ৩৭ স্কুলে ২২২টি ট্র্যাপ বিতরণ

১৫ এপ্রিল ২০২৩ দুপুর ০২:০৫:৪৩

মতলব উত্তরে ৩৭ স্কুলে ২২২টি ট্র্যাপ বিতরণ

মোহাম্মদ সাজ্জাদ হোসেন: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ২ লক্ষ ট্যাব বিতরণ করা হবে তারই অংশ হিসাবে চাঁদপুরের জেলার মতলব উত্তরে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩৭ টি স্কুলের ২২২টি ট্র্যাপ বিতরণ করেন।

মেধাবী শিক্ষার্থীরা ট্যাব পেয়ে তাদের মনের অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা এশিয়ান টেলিভিশন অনলাইনকে  বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল দেশকে রূপান্তরিত করার এটাই হচ্ছে গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য। এতে করে লেখাপড়া যেরকম এগিয়ে যাবে তথ্যপ্রযুক্তির এগিয়ে যাবে শিখতে পারব আমরা।  

এবিষয়ে মতলব তোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, গণপ্রজাতি বাংলাদেশ সরকারে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে, তথ্যপ্রযুক্তি গার্তি মেটানোর জন্যই, এ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি শিক্ষাটাও আমরা, বাচ্চাদের মাজে সঠিকভাবে জ্ঞান চর্চার বৃদ্ধি করবো। যাতে করে লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এতে করে বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে ডিসিপ্লিন ফিরে আসবে। এগিয়ে যাবে জ্ঞানচর্চার মান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃদ্ধির লক্ষ্যে তথ্যপ্রযুক্তির দেশ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখেই কারিগরি শিক্ষা নিয়ে বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষার্থীরা এই উদ্দেশ্যকে স্বাগত জানান। ইস্মার্ট বাংলাদেশ সাহাক হবে তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ