• ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:২৪:৩৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:২৪:৩৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কচুয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

৩০ জুন ২০২৫ সকাল ১০:০৮:৫৬

কচুয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি: কচুয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিছাইল গ্রামে দক্ষিণ পাড়ার আমিন হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

স্থানী সূত্রে জানা গেছে, মৎস্য চাষী আমিন হোসেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ উত্তোলন করে পুকুরে মাছ চাষ করে আসছেন। শনিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট অথবা কীটনাশক প্রয়োগ করেন। এতে পুকুরের পাঙ্গাস, রুই, তেলাপি, মৃগেল ও কার্প জাতীয় মাছের পোনা সম্পূর্ণ মরে ভেসে উঠে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহসান ও মহিব উল্লাহ জানান, মৎস্য চাষী আমিন হোসেন একজন উদ্যোক্তা, শনিবার দিবাগত রাতের আধাঁরে দুষ্কৃতিকারীদের বিষ প্রয়োগে ২০ থকে ২৫ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠে। ওই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য আমরা এলাকাবাসী দাবি জানাই।

ক্ষতিগ্রস্থ আমিন হোসেন জানান, আমি এনজিও ও বিভিন্ন লোকজন থেকে ঋণ করে মাছ চাষ করে আসছি। শনিবার দিবাগত রাতে পারিবারিক শত্রুতার জেরে বিষ প্রয়োগে ২৫ লক্ষ টাকা মাছ মেরে ফেলে আমার।

তিনি আরও জানান, আমি বাড়ির পাশে মামাতো বোনকে বিয়ে করি। আমার ঘরে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজন আমি প্রবাসে থাকাকালীন ধারের নামে অনেক টাকা আত্মসাৎ করে। ওই টাকাগুলো চাওয়া মাত্রই আমার স্ত্রী আমাকে ডির্ভোস দেয়। এরপর থেকে আমাকে বিভিন্ন ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি ধামকি শুরু করে তারা।

এই ঘটনায় কচুয়া থানায় মামলার প্রস্ততি নিচ্ছে বলে ভুক্তভোগী আমিন হোসেন জানান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তানভীরের ঘূর্ণিতে জয় পেল বাংলাদেশ
৬ জুলাই ২০২৫ সকাল ০৮:০৫:০৪

আজ পবিত্র আশুরা
৬ জুলাই ২০২৫ সকাল ০৭:৪৮:২০