• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৫:২৬ (18-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৫:২৬ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

মতলব উত্তরে বেড়েই চলছে চুরি-ডাকাতির ঘটনা

২৭ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:০৮:৩০

মতলব উত্তরে বেড়েই চলছে চুরি-ডাকাতির ঘটনা

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তরে প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এরই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি রোববার রাত ১১ টার সময় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।  

আহত আলমগীর হোসেন মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া গ্রামের বাসিন্দা ও  রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পারিবারিক কাজে জায়গা জমির কাগজপত্রের জন্য চাঁদপুরে রেকর্ড অফিসে যায়। ফিরে আসার সময় হরিনা চৌরাস্তা এলাকায় এলে একটি সিএনজিতে উঠে। তখন সময় প্রায় রাত ১১ টা। সিএনজিটি ব্রাহ্মণচক-ভাইগারচর ব্রিজে এলে ড্রাইভার গাড়ি বন্ধ করে দেয়। একটু সমস্যা হয়েছে বলে যাত্রীদের নামতে বলে। এ সময় গাড়িতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা আলমগীর হোসেনের কাছ থেকে মোবাইল ফোন, প্রয়োজনীর কাগজপত্র ও নগদ অর্থ নিয়ে যায়। কাগজপত্র দিতে না চাওয়ায় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরি আঘাত করে চলে যায়। পরে আলমগীর হোসেন ডাক-চিৎকার করলে ভাইগারচর মোড়ে দোকানে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শুধু আলমগীর হোসেন নয়, নিয়মিতই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনার স্বীকার হচ্ছেন স্থানীয়রা। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্ঠি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের পুলিশের ৫টি দল সারারাত টহল দিচ্ছে। প্রয়োজনে টহল আরও বাড়িয়ে দেওয়া হবে। অপরাধীদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
১৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৩:২৩