• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫২:২০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫২:২০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে চোরাই ট্রাকসহ আটক ২

২৩ মার্চ ২০২৪ সকাল ১১:১৫:২৬

শাহরাস্তিতে চোরাই ট্রাকসহ আটক ২

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার ও ২ জন চোরকে আটক করেছে পুলিশ।

২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- কুমিল্লার লাকসাম উপজেলার মো. ফজর আলীর ছেলে আলমগীর হোসেন (২৭) ও শাহআলমের ছেলে মো. বাবলু মিয়া (২৪)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা যায়, ২১ মার্চ দুপুর দেড় ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার রায়শ্রী দক্ষিণ উনিয়নের অন্তর্গত চিতোষী-মুদাফ্ফরগঞ্জ পাকা সড়কের রঘুরামপুর কোম্পানীর ব্রিজের পূর্ব পাশে জনৈক আবু তাহেরের ওয়ার্কশপের সামনের পাকা রাস্তার উপর হতে দুই জন গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকটে থাকা একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

ট্রাকটির মালিক আবুল খায়ের জানান, হলুদ ও নীল রংয়ের গাড়ির চালক ২১ মার্চ ভোর ৪টার দিকে ঢাকা শাহবাগ থানাধীন বক্সিবাজার সিগনালের সামনে রেখে সেহরী খাওয়ার জন্য হোটেলে যায়। সেহরী খেয়ে ও ফজরের নামাজ আদায় করে এসে গাড়িটি না দেখে তাৎক্ষণিক বিষয়টি আমাকে জানায়। গাড়িটি খোঁজাখুজি করার একপর্যায়ে সংবাদ পাই শাহরাস্তি থানা পুলিশ আমার গাড়িটি উদ্ধার করেছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ জন চোরকে ট্রাক সহকারে আটকের পর মামলা রুজু করা হয়। পরবর্তীতে আটক আসামিদের পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ