• ঢাকা
  • |
  • সোমবার ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ সকাল ০৯:১০:৪৮ (05-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

জেলার খবর

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা মতলবের সাধারণ মানুষ

২০শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬:৫৫

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা মতলবের সাধারণ মানুষ

সুমন আহমেদ: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর, কালিপুর, সুজাতপুর, নতুন বাজারে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় দিশেহারা এখানকার সাধারণ মানুষ।

বেগুন, শশা, পটল, ঢেড়স, মিষ্টি কুমড়া, ডাটা সহ সবরকম সবজির দাম এখন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে । বেড়েছে সবজির পাশাপাশি মাছ, মাংস, দুধ ও ডিমের দাম। এতে নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে বাজার না করেই খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে।

১৭ মে বুধবার ছেংগারচর বাজারে দেখা যায়, বেগুন ৭০ টাকা, দেশী ছোট আলু ৬০ টাকা, বড় হলেন্ডার আলু ৩৫ টাকা, পটল ৮০টাকা, পেঁপে ১১০টাকা, গোল বেগুন ১০০ টাকা, চিচিংগা ৬০ টাকা, কড়লা ৮০ টাকা, পিঁয়াজ ৭০ টাকা, রশুন ১১৫ টাকা, আদা ২৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পুইশাক ৩৫ টাকা, শশা ৫০ টাকা কেজি। অন্যদিকে রুইমাছ ২৮০ টাকা, কাতলা মাছ ২৫০টাকা, সিলভার কার্প মাছ ২০০ টাকা, টেংরা মাছ ৬০০ টাকা, চিংরি ১১০০ টাকা, পাংগাস ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ কেজি দরে।

অটোরিক্সা চালক তাজুল ইসলাম বলেন, মাছের বাজারে গিয়ে আধা কেজি ওজনের মাছ কিনেছি ১৩০ টাকা দিয়ে, এক কেজি পটল কিনেছি ৮০ টাকায়। সারাদিন কাজ করে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। যেভাবে তরিতরকারির দাম বাড়ছে তাতে আমাদের বাজার করে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

কালিপুর বাজারের কাঁচা সবজি ব্যবসায়ীরা জানান, তারা পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনার কারনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পাইকারি বাজারে করলার দাম ধরা হচ্ছে ৯০ টাকা আর সে কড়লা খুচরা বাজারে বিক্রি করছি ১০০ টাকা করে। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় আমরা বেশি দামে সবজি কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার ৫
৪ঠা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬:০৮


শশুর বাড়ী থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার
৪ঠা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:৩৫





যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৫:১৫:২৯



কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হারিকেন
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৪:১৭:৫৯

নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান
৪ঠা জুন ২০২৩ বিকাল ০৩:২৫:৩৬








পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা
৪ঠা জুন ২০২৩ দুপুর ০১:০৯:২৪





শারীরিকভাবে আমার স্বামী অক্ষম: সানাই
৪ঠা জুন ২০২৩ সকাল ১১:৪৯:০৫



ASIAN TV