• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০২:৩১:৩২ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩১ রাত ০২:৩১:৩২ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলি সীমান্তে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৭:২১

হিলি সীমান্তে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পুস্পস্তবক বিনিময়ের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় জড়ো হয়েছিলেন দু’দেশের বাংলাভাষীরা। একে অপরকে ফুলের স্তবক দিয়ে জানান শহীদদের প্রতি শ্রদ্ধা।

তারা একে অপরের সাথে পুস্পস্তাবক অর্পণের পাশাপাশি কুশল বিনিময় করেন। এপারে বাংলা ওপারে বাংলা। মাঝখানে বাঁধা শুধু কাটা তারের বেড়া। ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে দু’দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে আসেন বাংলাভাষা প্রেমীরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সীমান্তের দু’পাশে শত শত মানুষ তা উপভোগ করেন।

২১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের জিরো পয়েন্টের শূন্য রেখায় ভারতের পক্ষে বালুরঘাট উজ্জীবন সোসাইটি ও বালুরঘাট টু বাংলাদেশ ভায়া মেঘালয় করিডোর কমিমি, বাংলাদেশের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদকের কাছে ফুলের স্তবক হস্তান্তর করেন। পক্ষান্তরে বাংলাদেশের হিলি মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং সাপ্তাহিক আলোকিত সীমান্ত ভারতের ওই সংগঠনের কাছে ফুলের স্তবক হস্তান্তর করেন। এরপর তারা নিজ নিজ দেশের শহীদ বেদীতে ফুলের স্তবকগুলি অর্পণ করা হয়।

এসময় সেখানে ভারতের বালুরঘাট টু বাংলাদেশ ভায়া মেঘালয় করিডোর কমিটির আহ্বায়ক নবকুমার দাশ, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরুজ দাশ, বাংলাদেশের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার প্রকাশক ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, মুক্তিযোদ্ধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই বাংলার মধ্যে সৌহাদ্য, প্রীতিসহ ভাষাপ্রেমীদের মেলবন্ধন অটুট রাখতে ২০১৫ সাল থেকে হিলি সীমান্তে দুই বাংলার উদ্যোগে এমন আয়োজন করে আসছে। সামনের দিনে আরো বড় পরিসরে রাষ্ট্রীয়ভাবে সীমান্তের শূন্যরেখায় এই অনুষ্ঠানের আয়োজনের কথা জনানা তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:২২:০০

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৯:১০:১৪






ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক
১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৯:০৯