• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৩৫:০৬ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৩৫:০৬ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলিতে বেগম রোকেয়া দিবস পালিত

৯ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:১৯

হিলিতে বেগম রোকেয়া দিবস পালিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: হিলিতে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্যোগে হিলিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আয়োজন করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, সহকারী শিক্ষিকা শাহাজাদী প্রধান, জয়িতা হোসনে আরা, ফাতেমা বেগম ও শিক্ষার্থী হাসু আরাসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আরা।

সভায় মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, শিক্ষিকা শাহাজাদী প্রধান,জয়িতা হোসনে আরা ও ফাতেমা বেগম তাদের ব্যক্তিগত জীবনে নির্যাতন ও জীবন সংগ্রামের বিভিন্ন কথা তুলে ধরেন। আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের উদ্দেশ্য তারা বলেন, তোমরা আমাদের কথাগুলো থেকে বাস্তব অভিজ্ঞতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে মহিষী নারী বেগম রোকেয়াকে স্বরন করবে। জীবনে কিছু করতে হবে এবং সমাজ ও দেশ গঠনে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে।

এরপর জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের খট্রামাধবপাড়া ইউনিয়নের জয়িতা নারী ফাতেমা বেগম ও হোসনে আরা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১