• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৬:৪৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৬:৪৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৮:৩৮

হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে মরহুম এজাজ হোসেন চৌধুরী ছোটন স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় হাকিমপুর হিলি পৌরসভার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হাকিমপুর হিলি পৌরসভা সীমান্তবর্তী একটি পৌরসভা। তাই প্রতি বছরের ন্যায় এবারও মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে হাকিমপুর হিলি পৌরসভাকে মাদকমুক্ত করতে ছেলে-মেয়েদের বিভিন্ন খেলার মাধ্যমে আগ্রহী করে তোলা হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ড এর যুব সমাজ সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে সুন্দর ও সুস্থ শরীর গঠন করবে এবং সেই সাথে মাদক থেকে দূরে সরে থাকবে, এটিই আমাদের প্রত্যাশা।

এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, শাহেদ মল্লিক বাবু, প্রভাষক আশরাফ আলী প্রধান, আব্দুল লতিফ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার, সাবেক যুবলীগ নেতা মার্শাল, ছাত্রলীগ নেতা সোহাগ মন্ডল, মোস্তাকিম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পৌরসভার ১নং ওয়ার্ড চন্ডিপুর একাদশ বনাম ৬নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া একাদশ অংশগ্রহণ করে। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯২ রান করে চন্ডিপুর একাদশ। পরে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে ডাঙ্গাপাড়া একাদশ জয় লাভ করেন।

হাকিমপুর হিলি পৌরসভার মোট ৯টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০