• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৭:২১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৭:২১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলিতে সরিষা কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৩:২৩

হিলিতে সরিষা কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি সরিষা আবাদ হয়েছে। ইতোমধ্যে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের মাঠে মাঠে সরিষা কাটা-মাড়াইয়ের কাজ চলছে পুরোদমে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হওয়ার পাশাপাশি ভালো ফলন হয়েছে বলছেন উপজেলা কৃষি অধিদফতর।

আগাম জাতের সরিষা চাষাবাদ করে লাভের মুখ দেখছেন এ উপজেলার কৃষকরা। মাঠে সরিষা পেকেছে, তাই কৃষকরা সরিষা কাটা-মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার জালালপুর গ্রামের কৃষক আনছার হাজী বলেন, এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে ৪-৬ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার ফলন হয়েছে ৬-৮ মণ। কাঁচা সরিষা ১৬০০ থেকে ১৭০০ টাকা মণ বিক্রি হচ্ছে। আর শুকনা সরিষা ২৯০০ থেকে ৩ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

উপজেলার সিংড়া পাড়া গ্রামের সরিষা চাষি আবু বক্কর বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। আশা করছি, ভালো দামে এবারে সরিষা বিক্রি করতে পারবো। সরিষা তুলে ইরিবোরো রোপণের জন্য জমি প্রস্তুত করছি। সরিষা তোলার পর আলাদাভাবে তেমন সার দিতে হয় না, এটা আমাদের অনেক উপকারে আসে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৩ হাজার ৩৫০০ হেক্টর জমিতে সরিষার চাষবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি আবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাকিমপুর উপজেলায় সরিষার জাত ছিল বারি সরিষা-১৪, বিনা সরিষা-১১, বারি সরিষা-১৭ ও বারি সরিষা-১৮। বারি সরিষা ১৪ কর্তন সম্পন্ন হয়েছে। অন্যান্য জাতের সরিষা কর্তন করে দেখা গেছে, বিঘাপ্রতি ৭ থেকে সাড়ে ৭ মণ পেয়েছে কৃষকরা। বিনা সরিষার ফলন আরও অধিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ