• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৯:৩৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৯:৩৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পটুয়াখালীতে চাঁদার দাবিতে হামলা: আহত ৫

৮ জুলাই ২০২৩ রাত ১০:১৪:০৪

পটুয়াখালীতে চাঁদার দাবিতে হামলা: আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে চাঁদার দাবিতে হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ৮ জুলাই শনিবার নগরীর শিমুলবাগ এলাকায় মো. লিমন গাজী নামের এক ঠিকাদার ও তার পরিবারের সদস্যদের উপর এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন মো. লিমন গাজী, আয়েশা আক্তার, মোসা. পারভিন, মো. শাওন ও মিম। আহতদের  পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ আছে, লিমন গাজীর নির্মানাধীন ভবনে ১০ লাখ চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় আসাদুজ্জামান রাসেল। চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার দিন আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে লিমন গাজী ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাথারী পিটিয়ে লিমনসহ তার পরিবারের ৫ সদস্যকে রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এসময় পালিয়ে যাওয়ার আগে তারা বাদির গলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, এক ভরি ওজনের কানের বালা, এবং বাসায় ঢুকে আলমারি থেকে নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনা পুলিশকে জানাতে ৯৯৯ এ ফোন করতে উদ্যত হলে বাদীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় লিমন গাজীর স্ত্রী শিল্পী আখতার বাদী হয়ে মোট ১৩ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে একটি  মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, মো. আসাদুজ্জামান রাসেল (৩০), মো. হযরত খান (২৩), মো. মাসুদ খান (২৫), মো. প্রিন্স (২০), মো. রাব্বি (২৬), মো. ফারুক সিকদার (৪০), মো. এনামুল হক (৫০), মোসা. দোলা (৩০), মোসা: হাসিনা (৪৮), মোসা. হাসিনা (৪৫), মোসা. রুবি (২২), মোসা. মমতাজ (৪৫) ও মোসা. ঝর্না বেগম (৪৪)।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদলতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না পটুয়াখালী সদর থানাকে এফআইআর দাখিলের নির্দেশ প্রদান করেছেন। মামলা নং- ২৩/২০২৩।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ