• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৫৫:৪৩ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৫৫:৪৩ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পটুয়াখালী পুরান বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা

১৫ মে ২০২৩ রাত ০৯:৪১:৪৪

পটুয়াখালী পুরান বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি: ১৫ মে সোমবার  দুপুর ১২ টায় পটুয়াখালী পুরান বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ পরিবার জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এসময় আগুনে ক্ষতিগ্রস্থ নিঃস্ব ও অসহায় ২২ পরিবারের মাঝে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি কাজী রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মোঃ গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম শিকদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ, জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মো. সোহেল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক, সাধারণ সম্পাদক অ্যাড. রিফাত হাসান সজীব, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. ফরিদ উদ্দিন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য , পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় গত ৩ মে সন্ধ্যা ৬ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অনুষ্ঠানে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ
৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:২৪:৫১









সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
৭ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৪২:৪০