• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩২:৫৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩২:৫৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

২৭ মার্চ ২০২৪ সকাল ১১:৩০:১২

পটুয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার ১২নং বড় বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু জাফর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়ে অভিযোগ দায়ের করেছেন সাত ইউপি সদস্য।

২৫ মার্চ সোমবার জেলা প্রশাসক কার্যালয় বিঘাই ইউনিয়নের সদস্য মাঈনুল আহসান জিয়া, মো. জামাল হোসেন মিন্টু মৃধা, মো. মিজানুর রহমান, মো. জামাল হোসেন হাওলাদার, মো. কাওসার আকন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. বিউটি বেগম ও মোসা. মনিরা আক্তার মিলে অনাস্থার অভিযোগ দায়ের করেছেন।

জেলেদের ৮০ কেজির পরিবর্তে ৬০ কেজি চাল দেয়া, টিআর, কাবিখা, কাবিটাসহ বেশ কিছু প্রকল্প সম্পর্কে ইউপি সদস্যদের অবহিত না করাসহ বেশকিছু বিষয়ে অভিযোগ করা হয়েছে আবেদনে। অভিযোগের বিষয় সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে প্রতি জেলেকে ৮০ কেজি করেই চাল বিতরণ করছেন চেয়ারম্যান আবু জাফর হাওলাদার।

তবে এ বিষয় কথা হলে উপস্থিত জেলেরা বলেন, আসলে ওই সকল ইউপি সদস্যরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমাদের ৮০ কেজির পরিবর্তে ৬০ কেজি চাল বিতরণ করতে বলেছিলো। কিন্তু চেয়ারম্যান বিষয়টি না মানায় তার উপরে ক্ষিপ্ত হয়েই মূলত তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে কতিপয় স্বার্থলোভী ইউপি সদস্য।

এ বিষয় চেয়ারম্যান আবু জাফর হাওলাদার বলেন, আমি নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনে চেয়ারম্যান হইনি। ইতিপূর্বে আমার বাবাও ২ বারের সফল চেয়ারম্যান। আমার বাবার কোনো বদনাম ছিলো না। তিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন। তাই আমিও ইউনিয়নের জনসাধারণের সেবা অব্যাহত রেখেছি এবং কোনো অপকর্মের কাছে মাথা নত না করে জনগণের সেবা দিয়ে যাবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউপি সদস্যদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত রয়েছি। আর যারা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। আমি অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

জেলেরা বলছে তারা ৮০ কেজি করেই চাল পাচ্ছেন, কিন্তু আপনারা কেন চাল কম দেওয়ার অভিযোগ করলেন সে বিষয়ে জানতে চাইলে অভিযোগ দায়েরকারী ইউপি সদস্যরা বলেন, ‘আসলে আমরা প্রতিবাদ করেছি বলেই আজকে জেলেরা পুরো চলাটাই পেয়েছে। প্রশাসনের প্রতি আমাদের অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খোকসায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩২:৩১

হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২২:০২


চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৯:৫৪



ক্ষেতলালে বাড়ছে চিনা বাদামের চাষ
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:২১