• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:৪৬:১৪ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:৪৬:১৪ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১২ মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার

১ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৯:২৮

১২ মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ১২টি মামলার পলাতক আসামী দক্ষিণ জনপদের কুখ্যাত ডাকাত সরদার মো. সাইদুর রহমান মানিক ওরফে ডাকাত মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ মার্চ রোববার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানা পুলিশের আভিযানিক দল। সোমবার তাকে পটুয়াখালী নিয়ে আসা হয়।

ডাকাত মিজান পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা ইউনিয়নের মো. সত্তার মৃধার ছেলে। ৮ বছর ধরে পলাতক তার বিরুদ্ধে ৯টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র মামলা ও ১টি হত্যা মামলা রয়েছে।

পুলিশ জানায়, ডাকাত মানিক প্রায় ৮ বছর যাবত পলাতক ছিল। সে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় নাম পরিচয় গোপন করে বিভিন্ন সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকরি করত। গ্রেফতার ডাকাতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাসের অন্ধকার পক্ষের ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, গাজীপুর এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয়।  বড় বড় উৎসবের সময় ডাকাতির পরিমাণ বেড়ে যায়। পটুয়াখালী থানার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় তার নামে ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, ডাকাত মামুন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালাই। অবশেষে রোববার র‍্যাবের সহায়তায় তাকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপার্দ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬