• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ভাদ্র ১৪৩১ দুপুর ০২:৫১:৩৫ (13-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ভাদ্র ১৪৩১ দুপুর ০২:৫১:৩৫ (13-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে হাবিবুর রহমানের পরিবারকে গৃহ হস্তান্তর

৬ জুন ২০২৩ দুপুর ০২:৫০:০৪

আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে হাবিবুর রহমানের পরিবারকে গৃহ হস্তান্তর

আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনীর পক্ষ থেকে হাবিবুর রহমানের পরিবারকে গৃহ হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে তার পরিবারের কাছে একটি গৃহ হস্তান্তর করা হয়।

সেনাপ্রধানের দিক নির্দেশনায় ৬ জুন মঙ্গলবার ১১টায় পটুয়াখালীর পৌরসভার ১ নং ওয়ার্ড বহালগাছিয়া তার নিজ গ্রামে এ গৃহ হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী প্রধানের পক্ষে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি গৃহটি হস্তান্তর করেন। চার তলা ভিত্তির উপর নির্মিত গৃহটির এক তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে কর্মরত থাকাকালে গত ২ ফেব্রুয়ারি জেএসএস পন্থী একটি চাঁদাবাজ সন্ত্রাসী দলের আগমনের তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি নিরাপত্তা টহল দল বথিপাড়া এলাকায় গমন করে। টহল দলটি বথিপাড়া এলাকায় পৌঁছালে নিকটস্থ একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিত টহল দলের উপর গুলি বর্ষণ শুরু করে। তাঁর সাহসী নেতৃত্বে টহল দল সন্ত্রাসীদের পাল্টা জবাব দিলে জেএসএস মূল দলের তিন জন সশস্ত্র সন্ত্রাসী বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। অভিযানে সেনা টহল দল কর্তৃক সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, ৩টি অ্যামোনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২,৯০০ টাকা জব্দ করা হয়।

হাবিবুর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ইস্ট বেংগল রেজিমেন্টে যোগদান করেন। সেনাবাহিনীতে যোগদানের পর সুদীর্ঘ ৩০ বছর চাকুরি জীবনে তিনি মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট/ সংস্থায় তাঁর উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। সেনাবাহিনী কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাঘাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩০:৫৯



দিল্লি হয়ে শনিবার ঢাকা আসছেন ডোনাল্ড লু
১৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৩৬:৩১

অবশেষে মুক্তি পাচ্ছেন কেজরীওয়াল
১৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:১৯:০৬


একদিনে কুকুরের কামড়ে আহত ১৭
১৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৫২:৩৯