• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০১:১২:১৪ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০১:১২:১৪ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে চুরি হওয়া মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

২৯ জুলাই ২০২৫ বিকাল ০৩:১১:৪৩

বকশীগঞ্জে চুরি হওয়া মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চুরি হওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে বকশীগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইল গুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।

মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, চুরি হওয়া মোবাইল উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। তাই আমরা চুরি হওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করেছি এবং মালিকদের নিকট হস্তান্তর করেছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একুশে পদকের মনোনয়ন প্রস্তাব আহ্বান
২৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০