বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চুরি হওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে বকশীগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইল গুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।
মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, চুরি হওয়া মোবাইল উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। তাই আমরা চুরি হওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করেছি এবং মালিকদের নিকট হস্তান্তর করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available