• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৩৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৩৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

জামালপুরের আজমীরগঞ্জে খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.) এর ৮০৯তম ওরশ উদযাপিত

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৪৭:০০

জামালপুরের আজমীরগঞ্জে খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.) এর ৮০৯তম ওরশ উদযাপিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের আজমীরগঞ্জ দরবার শরীফে প্রখ্যাত সূফি সাধক ভারত বর্ষের শ্রেষ্ঠ ওলী হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহের দুই দিনব্যাপী ৮০৯তম ওরশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহের ওফাত দিবস উপলক্ষে আজমীরগঞ্জ দরবার শরীফে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী ওরশ শুরু হয়।

ওরশে এক তালে বাজনা, ওয়াজ মাহফিল, দরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এই ওরশ। এবার খাজা তহিদুল্লাহর নেতৃত্বে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হয়।

উল্লেখ্য, হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহমাতুল্লাহি আলাইহি ৬৩৩ হিজরীর ৫ রজব দিবাগত রাত অর্থাৎ ৬ রজব সুবহে সাদেকের সময় ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ওফাতের সাথে সাথে তাঁর পবিত্র কপাল শরীফ-এ স্পষ্টভাবে আরবীতে স্বর্ণোজ্বল নুরানী অক্ষরে লিখা হয়ে যায় “হাযা হাবীবুল্লাহ মা-তা ফি হুব্বিল্লাহ” অর্থাৎ ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মুহব্বতেই তিনি বিসাল লাভ করেছেন। গরীবে নেওয়াজের বড় সাহেবজাদা হযরত খাজা ফখরুদ্দীন চিশতী রহমাতুল্লাহি আলাইহি তাঁর নামাজে জানাজায় ইমামতি করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার খাকী রহমাতুল্লাহি আলাইহিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩