বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পানি প্রবাহ বন্ধ করে দশানী নদীতে নির্মিত দুটি বাঁধ অপসারণ করা হয়েছে।
২ মে শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে চর আইরমারী এবং খাপড়া পাড়া গ্রামে নির্মিত বাঁধ দুটির অপসারণ করা হয়।
এর ফলে স্বস্তি ফিরেছে উজানের ২০ গ্রামের মানুষের মধ্যে। এতে রক্ষা পেয়েছে শত শত বিঘা জমির আধাপাকা ধান। তবে হতাশা ব্যক্ত করেছেন নদী পাড়ের মানুষ। একদিকে উচ্ছ্বাস দেখা দিলেও অন্যদিকে কালো মেঘের ছায়া দেখছেন নদী পাড়ের মানুষ গুলো।
জানা গেছে, সম্প্রতি দেওয়াগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়া পাড়া ও সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের মানুষ দশানী নদীর পানি প্রবাহ বন্ধ করে পাল্টাপাল্টি দুটি বাঁধ নির্মাণ করেন। নদী ভাঙন রোধে সরকারি কোন উদ্যোগ না থাকায় স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে বাঁধ দুটি নির্মাণ করেন। বাঁধ নির্মাণের ফলে সাধুরপাড়া, বগারচর ও বাহাদুরাবাদ ইউনিয়নের ২০ টি গ্রামের ফসলি জমির ধান ক্ষেত তলিয়ে যায়। বাঁধ নির্মাণ নিয়ে উজানের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা প্রশাসনের নিকট বাঁধ দুটি অপসারণে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১ মে) বকশীগঞ্জ উপজেলা প্রশাসন বাঁধ অপসারণে দশানী নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। পরে এলাকাবাসীর বাধার মুখে ফিরে আসে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বাঁধ অপসারণে বাধা দেয়ায় দুই ব্যক্তিকে ৬ মাস করে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।
পরদিন শুক্রবার (২ মে) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বাঁধ নির্মাণকারী খাপড়া পাড়া ও চর আইরমারী এলাকাবাসী বাঁধ অপসারণে রাজী হন। পরে বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ দুটি অপসারণ করা হয়। বাঁধ দুটি অপসারণের পর উজানের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। তারা উপজেলা প্রশাসন , বকশীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অপরদিকে চর আইরমারী গ্রাম ও খাপড়া পাড়া গ্রামের মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা জানান, বাঁধ দুটি অপসারিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ওই এলাকায় নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available