বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জলে ও স্থলে বালু লুটের মহোৎসব নিয়ে উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রচারের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মেরুরচর ইউনিয়নের মাদারের চর ব্রিজের নিচে ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে মাটি কাটা যন্ত্র ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়। গত দুই দিন থেকে বকশীগঞ্জ উপজেলার নদ-নদী ও ফসলি জমিতে ড্রেজার মেশিন ও ভেকু মেশিন দিয়ে অবাধে উত্তোলন করা নিয়ে উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের স্বনামধন্য জাতীয় দৈনিক গুলোতে সংবাদ প্রচারিত হয়।
খবরগুলো উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার নজরে এলে তিনি সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। পরে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে সঙ্গে নিয়ে মাদারের চর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভেকু মালিককে পাওয়া না গেলে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান সচেতন মহল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available