• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০১:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০১:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ এপ্রিল ২০২৫ সকাল ১০:৪৮:৫৮

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আজমাইন হোসেন (২০) নামে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩১ মার্চ সোমবার দিবাগত রাত ১টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ধুমালীপাড়া গ্রামে নিজঘর থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আজমাইন হোসেন ধুমালীপাড়া গ্রামের মো. তৌফিক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ১০টার দিকে নিজঘরে ঘুমানোর জন্য যায় আজমাইন। তার বাবা তৌফিক হোসেন ধুমালীপাড়া মোড় থেকে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে ছেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে জামালপুর জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি রাখা হয়। ঈদের দু’দিন আগে আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা তৌফিক হোসেন। স্থানীয়দের ধারণা, মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫