• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:১৫ (08-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:১৫ (08-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

৮ মে ২০২৫ বিকাল ০৩:০৬:২৮

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চার বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার ও সুনাম ক্ষুণ্ন’র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী বঞ্চিত নেতাকর্মীরা।

৮ মে বৃহস্পতিবার সকাল ১১টা পৌর শহরের মধ্য বাজার পুরাতন ইসলামী ব্যাংক কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তারা সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক আইজিপি ও সাবেক সচিব, বীরমুক্তিযোদ্ধা  আব্দুল কাইয়ুমের নেতৃত্বে কাজ করতে চায় বিএনপির নেতাকর্মীরা। তাই বর্তমান সুপার ফাইভ কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠনতান্ত্রিক ভাবে কমিটি করে বিএনপি পরিচালনার দাবি জানান।

এসময় বক্তারা আরর বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চার বারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে বহিষ্কার নিয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তার কোনো ত্রুটি না থাকায় কেন্দ্রীয় বিএনপি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরল ইসলাম বাদশাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ