• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪১:৪৪

কুষ্টিয়ায় অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগ এক দফা এক দাবি আদায়ে তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় ও শেষ দিন ছিলো আজ। ৮ নভেম্বর বুধবার ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।  

দেশব্যাপী সর্বাত্বক অবরোধে কুষ্টিয়া জেলা থেকে ঢাকা-খুলনাসহ সকল রুটে যাত্রীবাহী ও মালবাহী পরিবহন মোটামোটি স্বাভাবিক রয়েছে। তবে অবরোধ সফল করতে বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

অন্যদিকে অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে অবরোধ প্রতিরোধে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোস, কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল। আন্দোলনের নামে তারা সংঘাত সহিংসতার পথে হাঁটার অপচেষ্টা করছে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে আমরা সবসময় মাঠে প্রস্তুত আছি এবং থাকবো।

অন্যদিকে অবরোধে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরে পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা লক্ষ্য করা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩