• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩২:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩২:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় দুই মাংস বিক্রেতাকে নোটিশ

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৩৭:১৪

কুষ্টিয়ায় দুই মাংস বিক্রেতাকে নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি: বাজার মূল্য থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় দুই মাংস বিক্রেতাকে নোটিশ পাঠিয়েছে কুষ্টিয়ার কৃষি বিপণন অফিস। মাংস ব্যবসায়ীরা হলেন, জেলার কাটাখান মোড়ের ওমর আলী ও আব্দুল মজিদ।

৫ জানুয়ারি সোমবার ক্রেতা সাধারণের আনিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে এ নোটিশটি পাঠানো হয়। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার 'জেলা বাজার কর্মকর্তা' ও  সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান।

নোটিশে বলা হয়, বাজার মূল্য থেকে অতিরিক্ত দামে মাংস বিক্রি না করে  ন্যায্য মূল্যে (গরু ও খাসি) মাংস বিক্রি করার জন্য নোটিশ বলা হয়। কুষ্টিয়ার পৌর বাজারে গরুর মাংসের প্রকারভেদে সর্বোচ্চ (৬৩০-৭০০) এবং খাসির মাংস প্রকারভেদে প্রতি কেজিতে সর্বোচ্চ (৯০০-১০০০) বিক্রি হচ্ছে। পার্শ্ববর্তী পৌর মার্কেটের সাথে সমন্বয় করে মাংস বিক্রি এবং ক্রয় রশিদ প্রমাণাদি প্রদর্শন এবং অধিক মুনাফার থেকে বিরত থাকার জন্য জানানো হয় পাঠানো ওই নোটিশে।

কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, বাজার মূল্য থেকে বেশি দামে মাংস বিক্রি করায় কাটা খানার মোড়ের দুই মাংস বিক্রেতাকে নোটিশ পাঠানো হয়েছে। দুজনকে কৃষি বিপণন আইন-২০১৮ এবং কৃষি বিপণন বিধিমালা ২০২১ অনুসারে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এরপরেও যদি অতিরিক্ত দামে মাংস বিক্রি করতে থাকে তাহলে "কৃষি বিপণন আইন-২০১৮ এবং জারিকৃত" কৃষি বিপণন বিধিমালা ২০২১ এর ১৯ (১) অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭
১২ মে ২০২৪ বিকাল ০৫:১৩:০৪







বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮