• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:১০:৪০ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:১০:৪০ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীনগরে ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত, ছিনতাইকারী আটক

১৭ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:১০:৪২

শ্রীনগরে ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত, ছিনতাইকারী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সা ছিনতাই করার সময় ছুরিকাঘাতে চালক জসিম মুন্সী (৪০) নিহত হয়েছেন। স্থানীয় জনতা ছিনতাইকারী মো. আলী (৩৫) কে আটক করে র‌্যাবের কাছে সোপর্দ করেছে।

১৬ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা দারুল উলম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোচালক জসিম মুন্সী ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত ছালাম মুন্সীর পুত্র। 

স্থানীয়রা জানায়, ছিনতাইকারী মো. আলী একই এলাকার আক্কেল গাজীর নাতি। সে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকে বলে জানা গেছে। মো. আলী কয়েকদিন আগে তার নানা বাড়ি মান্দ্রায় বেড়াতে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জসিম মুন্সীর অটোরিক্সাটি ভাড়া করে মো. আলী। এরপর কবুতর খোলা এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় জসিম মুন্সী বাধা দিলে তাকে ছিনতাইকারী মো. আলী পেটে ছুরিকাঘাত করে। অটোরিক্সাটি ছিনতাইয়ের চেষ্টা করলে জসিম মুন্সীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। চালক জসিম মুন্সীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারী মো. আলী দৌড়ে পালানোর চেষ্টা করলে কিছুদূর আসার পরই স্থানীয়রা তাকে আটক করে। সেখান থেকে র‌্যাব তাকে  হেফাজতে নেয়। রাত সাড়ে ৯টার দিকে জসিম মুন্সীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রেজাওয়ানা হক জানান, জসিম মুন্সীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হত্যার ঘটনায় একজনকে স্থানীয়রা আটক করে। ওই এলাকায় উত্তেজনা চলছিল । পরে র‌্যাব স্থানীয়দের কাছে থেকে আটক করা ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ