• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪৪:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪৪:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পদ্মা সেতুতে পরিক্ষামূলকভাবে ফের যাত্রীবাহী ট্রেন চলাচল

২৫ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৩:১৬

পদ্মা সেতুতে পরিক্ষামূলকভাবে ফের যাত্রীবাহী ট্রেন চলাচল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবার পুর্বে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে আরেকদফা পরীক্ষামূলক ১৫ বগির একটি যাত্রীবাহী ট্রেন চালানো হয়েছে। ২৪ অক্টেবার মঙ্গলবার দিবাগত রাতে এ ট্রেনটি ফরিদপুরের ভাংগা স্টেশন থেকে ছেড়ে মাওয়া এসে পৌঁছায়।

 রাতভর ট্রেনটি মাওয়া স্টেশনে অবস্থানের পর বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এটি মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে ঢাকার গেন্ডারিয়া স্টেশনের দিকে যাত্রা শুরু করে। এ সময় ট্রেনের গতিসীমা ছিলো ঘন্টায় ৬০ কিলোমিটার। 

পরবর্তীতে এই ট্রেনটি গেন্ডারিয়া থেকে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া আসার কথা রয়েছে। বুধবার পরীক্ষামূলক ট্রেনটি ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার গতিতে  ঢাকা-মাওয়া পথে ৪ বার চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, মূলত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের আগে আরেকদফা গতি পর্যবেক্ষণের জন্য পরীক্ষমূলক ট্রেন চলাচল করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ