• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪০:০৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪০:০৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিরাজদিখানে অটোরিক্সা চালক হত্যা: গ্রেফতার ৩

৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৪:৫৫

সিরাজদিখানে অটোরিক্সা চালক হত্যা: গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালক হত্যা মামলার অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম মো. নেকবর হোসেন (২২)। সে সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার পুত্র। ২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৬ টায় নিহতের মরদেহ সিরাজদিখানের খাসকান্দি রেলওয়ে রাস্তার পাশে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তিনি কোরআনে হাফেজ ছিলেন।

২৪ ঘন্টার মধ্যে ক্লুলেস এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করলো পুলিশ। ৪ অক্টোবর বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান রিফাত।  

পুলিশ আরও জানায়, নিহতের মামা একই গ্রামের মোহাম্মদ জাবেদ (৩৭) অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে আপনা ভাগনে মো. নেকবরকে খুন করে। এসময় তাকে সহযোগিতা করে একই এলাকার মো. রেজাউল। ছিনতাইয়ের পর জাবেদ অটোরিক্সাটি উপেজেলার কৃষ্ণনগর গ্রামের কৃত নুর ইসলামের পুত্র মো. শাহজালালের কাছে মাত্র ৩৫ হাজার টাকায় বিক্রি করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতারে সক্ষম হয়। তাদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি এবং অটোরিকশার বিভিন্ন পার্টস উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩