• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৪:৫৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৪:৫৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুন্সীগঞ্জে ঋণের চাপে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:০১:৫৬

মুন্সীগঞ্জে ঋণের চাপে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে হত্যা পর মা সালমা বেগম (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

২৫ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী ওলি মিয়ার স্ত্রী সালমা বেগম (৩৫) তার মেয়ে কেরানীগঞ্জের চর সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছাইমুনা আক্তার (৯) ও ছেলে একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তাওহী হোসেন (৭)।  

সালমা বেগমের জ্যা রোজিনা আক্তার জানান, সে ঋণগ্রস্ত ছিল, বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ছিল। রোববার সকাল ৯টার দিকে দুইজন এনজিওর লোক আসছিল কিস্তি নেওয়ার জন্য, তারা ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যায়। পরে জানালা ভেঙে দেখি সালমা ঘরের আড়ার সাথে ঝুলছে। আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ নিয়ে সৌদিতে যায়। সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে। ঋণের চাপ সইতে না পেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ