• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:০৬:২৬ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:০৬:২৬ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুন্সীগঞ্জে স্বতন্ত্র-নৌকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, আহত ৩

৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:১৮:৩৫

মুন্সীগঞ্জে স্বতন্ত্র-নৌকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জয়ী স্বতন্ত্র কাঁচি ও পরাজিত নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। ৮ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মহাকালি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শামীম হাওলাদার (৪৫), মোফাজ্জল (৪২) ও সম্রাট হাওলাদার (২৬)। আহতদের বাড়ি চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি এলাকায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) ফয়সাল বিপ্লবের সাথে পরজিত হয় নৌকা প্রতীকের মৃণাল কান্তি দাস। এ নিয়ে উত্তেজনা চলছিলো সদর উপজেলার মহাকালি ও চরকেওয়ার এই দুই ইউনিয়নের সমর্থকদের মধ্যে।

সোমবার জয়ী প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা জড়ো হয়ে চরকেওয়ার ছোট গুহের কান্দি থেকে পার্শ্ববর্তী নুরাইতলী এলাকায় পরাজিত নৌকার সমর্থকদের বাড়িতে হামলা চালাতে গেলে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় দুই পক্ষের মারামারিতে আহত হয় স্বতন্ত্র পক্ষের তিনজন। পরে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, সোমবার সন্ধ্যায় তিনজন আহত এসেছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। দুইজনকে চিকিৎসাদিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুত্বর অবস্থায় সম্রাটকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এবং হাসপাতালে আহতদের পরিদর্শন করা হয়েছে। আহত তিনজনই কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭